বাগমারা প্রতিনিধিঃ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার (৩০ডিসেম্বর) উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান।
সকাল থেকে তিনি শুভডাঙ্গা ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন। শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল, ধামিন কৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বাড়িগ্রামসহ বিভিন্ন গ্রামে ভোটারদের মাঝে নৌকার প্রচারনা করেন। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।