

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে প্রয়াত নেতার পরিবারকে সাবেক যুবদল নেতাদের অর্থ সহায়তা
রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা মৃত আব্দুর রহিব বাবু (জামাইবাবু)’র পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে নগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ।
গত শনিবার (২৬ এপ্রিল) রাতে আব্দুর রহিমের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন তারা।
এসময় তারা বলেন, তারেক জিয়ার সুন্দর দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ও তারই নির্দেশনায় আমরা বেশকিছু কর্মকান্ড হাতে নিয়েছি। যার মধ্যে রয়েছে আমাদের ত্যাগী নেতাকর্মীদের পরিবারের পাশে দাড়ানোর অঙ্গিকার। তাই আজ তারেক রহমানের নির্দেশনায় আমরা কিছু অর্থ নিয়ে এখানে এসেছি। যাতে আমাদের নেতাকর্মীদের পরিবার ভালোভাবে নিজেদের চিকিৎসা ও জীবনযাপন করতে পারে।
তারা বলেন, আগামীতে আমরা আরো বড় পরিসরে আমাদের অসহায় নেতাকর্মীদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করার প্রচেষ্টায় রয়েছি।
অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক নেতা মুকুল হোসেন, শফিক আহমেদ হাসি, শাহিদ হাসান ভুট্টো, রফিকুল ইসলাম সদর, মুস্তাক আহমেদ ডলার, ফেরদৌস ওয়াহেদ রনি, মোহাম্মদ সাবের আলী, মোহাম্মদ শামসুল আলম সেলিম, হাসান তারেক লিটন, শহিদুল ইসলাম, নূরে আলম সিদ্দিক সেলিম, তৌহিদুল ইসলাম সেলিম, সোহেল আতাহার, আলমগীর কবির রঞ্জু, আব্দুল কুদ্দুস ডলার, তোফাজ্জল হোসেন বাবু , আশরাফুল হক আশরাফ, আখতার জাহান, সেলিম আহমেদ শাকুর, আব্দুস সোবহান সহ অন্যান্যরা।