

চারঘাট প্রতিনিধিঃনৈতিকতা ও ধর্মীয় মূল্যেবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়ে) পাস সহ ৫ দফা দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চারঘাট উপজেলা শাখার আয়োজনে রবিবার (২৩ মার্চ) সকালে চারঘাট সদরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চারঘাট উপজেলা শাখার সভাপতি আবু সালেহ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল মনি ও ওয়াহিদুর রহমান সম্রাট। এসময় সহজ কোরআন শিক্ষার ৫৮ জন শিক্ষক, প্রাক-প্রাথমিকের ৪৫ জন শিক্ষক, সুপারভাইজার, কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার চার জনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পটির শুরু থেকেই নিয়োজিত মসজিদের ইমামগণ শিক্ষিত বেকার যুবসমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভ‚মিকা পালন করছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তার, স্বাক্ষরতার হার বৃদ্ধি, পবিত্র কোরআন শিক্ষা পাঠসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে আসছে।
তাই কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে প্রকল্পটিকে আউটসোর্সিংয়ের আওতাভূক্ত না করে নিয়োজিত সকল জনবলকে রাজস্বভূক্ত করার দাবি জানান।
পাশাপাশি বক্তারা, রমজান মাসের মধ্যে নতুনভাবে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্পটি পাস করার এবং ঈদুল ফিতরের আগে সকল জনবলের বেতন সহ প্রকল্পটি স্থায়ী করণে বর্তমান অন্তর্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।