

এম ইসলাম দিলদার, বাঘা প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় ইদুল-ফিতরের ঐতিহ্যবাহী ঈদমেলার ইজারার ডাক সম্পন্ন হয়েছে। এ বার সর্বোচ্চ ১২ লক্ষ টাকা ইজারার জন্য ডাক উঠেছে ঐতিহ্যবাহী মেলাটির।
রবিবার ( ২৩ মার্চ)দুপুরে বাঘা মাজার শরীফ অফিস চত্বরে হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৭ দিনের জন্য এই ঐতিহ্যবাহী মেলার ডাক সম্পন্ন করেছে মাজার কমিটি।
জানা যায়, উন্মুক্ত ডাকে অংশগ্রহণের জন্য ৬৮ জন বিডি জমা প্রদান করেন। এর মধ্যে সর্বোচ্চ (১২লক্ষ টাকা ) ডাক কারী হিসেবে বাঘা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফি কে ৭ দিনের জন্য মেলাটি ইজারা প্রদান করেন সংশ্লিষ্ট কমিটি।
বাঘার এই মেলা ইজারার ডাক সময়কালে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, মাজারের মতোয়াল্লী খন্দকার সুনসুরুল ইসলাম ( রইস), বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ ফ ম আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা শাহ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, ইসলামি একাডেমি প্রধান শিক্ষক আব্দুল হামিদ,খন্দকার শপিং কমপ্লেক্সের সভাপতি সিরাজুল ইসলাম সেন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,বাঘার ঈদ মেলাটি এই অঞ্চলের ৫০০ বছরের ঐতিহ্য বহন করে। প্রতিবছর ঈদ-উল-ফিতর উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা কসমেটিক্স মনোহারি জিলাপি মিষ্টি খেলনা কাঠ ফার্নিচার রেলগাড়ি দোলনা নৌকা সহ শতশত দোকান নিয়ে বসেন মেলাটিতে।