

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী নগরীর বোয়ালিয়া কেদুর মোড়ে জোরপূর্বক জমিসহ বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। গত ৫ আগষ্ট আইনশৃঙ্খলা অবনতি ঘটলে সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় কিছু নব্য বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় কোটের আদেশ অমান্য করে জোরপূর্বক বসতবাড়িটি দখল করে একটি চক্র।
অভিযোগ ও অনুসন্ধানে জানাযায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাজে কাজলা নদীর ধারে (কেদুর মোড়) আর.এস খতিয়ান নং ১১৮৯, প্রস্তাবিত খতিয়ান নং ৬৫২৪,হোল্ডিং নং ৬২৭৭,হাল দাগ নং ১০৫২,জমির পরিমান ১০০৬ একরের কাত .১৬৫ একর জমিতে বসতবাড়িসহ জোরপূর্বক দখলের অভিযোগে নগরীর বোয়ালিয়া থানা সহ কোর্টে একটি মামলাও চলমান রয়েছে। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর এলাকার কিছু নব্য বিএনপির নেতাকর্মীর সহযোগিতায় জোরপূর্বক আনিসুর রহমানের পৈত্রিক এই জমিটি দখল করা হয়। দখল বাজরা দাবি করে বলেন, জমির মালিককে আমরা বাইনামা দিয়েছে। অথচ কাগজে জমির মালিক আনিসুর রহমান কিন্তু দখলবাজরা বায়নামা দেই তার খালা শাশুড়িকে। সে টাকাও নাকি কোর্টের মাধ্যমে তাদের ফেরত দেওয়ার পরেও আইনশৃঙ্খলার দুর্বলতা কাজে লাগিয়ে দখল করে বসে পৈত্রিক এই বসতবাড়িটি। বর্তমানে দখলবাজরা কোর্টের কোন আদেশ বিন্দু পরিমাণ তোয়াক্কা করছেননা বলে জানা যায়।
ভুক্তভুগী গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার পরে অভিযুক্ত পমেলা বেগম তাকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এছাড়াও গণমাধ্যমকে হেনেস্তার চেষ্টাও করে।
এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা বোয়ালিয়া (এসি ল্যান্ড) অভিজিৎ সরকার বলেন, কাগজ যার সেই জমি পাবে। কোর্টের আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।