

হেলসিংকি থেকে আব্দুল্লাহ ইকবালঃ হেলসিংকিতে বাংলাদেশীদের জন্য বিশেষ কনস্যুলার সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ রাজধানীর একটি হোটেলে ফিনল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেরা সহজীকরণরে লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম একটি বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করে।
প্রবাসীদরে বিভিন্নি কনস্যুলার সবো প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী নারী, পুরুষ ও শিশু সহ এই সেবা নিতে আসে স্থানীয় হেলসিংকিতে একটি হোটেলে । প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম একটি বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করে। যেখানে প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়। তন্মধ্যে, ই-পাসপোর্ট এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্ট রিনিউ আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, ভিসা প্রদান, জন্ম নিবন্ধন সেবা এবং পাওয়ার অব এ্যাটর্নী উল্লেখযোগ্য। উক্ত কনস্যুলার ক্যাম্পটি ২৩ ফেব্রæয়ারী ২০২৫ তারিখে শুরু হয় এবং প্রায় ১৮১টি ই-পাসপোর্ট আবেদন এনরোল করা হয়। এছাড়াও এমআরপি পাসপোর্ট রি-ইস্যু আবেদন ৫টি, এনভিআর এবং ভিসা ২৮টি গ্রহণ করা হয়। উক্ত সময়ের মধ্যে ই-পাসপোর্ট ১২৪টি, এমআরপি ১১টি, এনভিআর এবং ভিসা ৪টি, জন্ম নিবন্ধন সনদ ১৬টি প্রদান করা হয় এবং পাওয়ার অব এ্যাটর্নী ৩টি ও এটেস্টেশন ৪টি সম্পাদন করা হয়।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমরিন জাহান, কর্মকর্তাবৃন্দ সহ অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী উপস্থিত ছিলেন।