

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরোঃ জাতীয় দৈনিক বর্তমান পএিকার রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর সুপরিচিত সাংবাদিক আসগর আলী সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল Movie Bangla TV-তে বোয়ালিয়া রাজশাহী প্রতিনিধি হিসেবে যোগদান করাই বর্তমান পএিকার রাজশাহী ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল তার এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আসগর আলী সাগর ছাত্রজীবন থেকে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত রয়েছেন, তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।২০১৫ সালে স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় কর্মজীবন শুরুর পর তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার Movie Bangla TV-তে যোগদান করাই রাজশাহীর সাংবাদিক মহলে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
পাভেল ইসলাম মিমুল বলেন, Movie Bangla TV-সব সময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। আমি বিশ্বাস করি,আসগর আলী সাগরের
অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে Movie Bangla TV-আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নকে ত্বরান্বিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়,এটি সমাজের দর্পণ ও সমাজের প্রতি দায়বদ্ধতা। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই আমি আশা করি,আসগর আলী সাগর সত্য প্রকাশে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থা ধরে রাখবে।”
আসগর আলী সাগর সকল সাংবাদিক,পাঠক,দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।