

হেলসিংকি থেকে আব্দুল্লাহ ইকবালঃআগামী ১৭ই ফেব্রুয়ারী ২০২৫ ইং থেকে ধর্মঘটের ডাক দিয়েছে ফিনল্যান্ডের সার্ভিস সেক্টর ইউনিয়ন (ট্রেডইউনিয়ন) ঘোষণা দিয়েছে। ১৭ই ফেব্রুয়ারী থেকে স্কুল ছুটির প্রথম সপ্তাহে ধর্মঘট পালন করবে।
অন্যদিকে, স্কি রিসোর্ট খাতেও ধর্মঘটের সম্ভাবনা দেখা দিয়েছে। সরবরাহ (লজিস্টিকস ) খাতে: ১৭ ফেব্রুয়ারী সকাল ৫টা থেকে ২০ ফেব্রুয়ারী সকাল ৫টা পর্যন্ত। সকল মুদিখানার দোকান আগামী ১৯ ফেব্রুয়ারী সকাল ৫টা থেকে ২২ ফেব্রুয়ারী সকাল ৫টা পর্যন্ত ।
ফিনল্যান্ডের জনপ্রিয় শপিংমলের অধিকাংশ ব্যান্ডের দোকানপাট যেমন কেসকো, এস গ্রুপ, লিডল, হালপা-হাল্লি, টোকমান্নি এসব জনপ্রিয় খুচরা বিক্রেতার কার্যক্রম বাধাগ্রস্থ হতে পারে। অন্যদিকে “ স্কি “ রিসোর্ট ধর্মঘট হলে পর্যটন খাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ইউনিয়ন জানিয়েছে, তাদের কর্মপরিবেশ উন্নয়ন ও ন্যায্য বেতনের দাবিতে এই ধর্মঘটের পথে হাঁটছে। যদি কোনো সমঝোতায় আসা না যায়, তবে কর্মীদের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। সার্ভিস ইউনিয়ন ইউনাইটেড এই ধর্মঘটের আয়োজন করেছে, যার ফলে ৩,০০০ খুচরা বিক্রেতা কেন্দ্রের প্রায় ৭০,০০০ কর্মী ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধর্মঘটটি দুটি পর্যায়ে বিভক্ত: সরবরাহ ও খুচরা বিক্রেতা।
মজুরি আলোচনায় ব্যর্থ হওয়ার ফলে এই ধর্মঘট। ইউনিয়ন ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যায়ের সাথে তাল মিলিয়ে মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছে, অন্যদিকে নিযোগকর্তার অর্থনৈতিক চাপকে দাবি মেনে নিতে না পারার কারণ হিসেবে উল্লেখ করেছেন।