

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ– বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩ মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লক্ষাধিক লোকের সমাগমে শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে বিরুনীয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কৃষিবিদ শাহ নেওয়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাসার আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ডন, রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার সম্পাদক শামছুর রহমান শামস, সহ সাংগঠনিক সম্পাদক মাজহার উদ্দিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ দক্ষিন জেলা কৃষকদলের আহবায়ক এনামুল আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম, মহানগর কৃষকদলের সদস্য সচিব সুলতান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ কাইয়ুম সরকার রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।