

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলায় অভিযান চালিয়ে বাদীর বাড়ি থেকেই দুইজন ভিকটিম কে উদ্ধার করলেন পিবিআই, রাজশাহী। সোমবার (২০ জানুয়ারি) রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রাজারহাট পামুলী গ্রামে গিয়ে তাদের উদ্ধার করেন তারা।
জানা যায়, বাদীর শ্বশুর বাড়ি রাজশাহী জেলার তানোর থানার কাসেম বাজার এলাকা থেকে স্ত্রী ও ছেলে কে অপহরণ করা হয়েছে বলে রাজশাহীর আদালতে গত বছরের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী /০৩) এর ৭/৮/৩০ ধারায় মামলা দায়ের করেন। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রাজারহাট পামুলী গ্রামের আব্দুল আলীর ছেলে আছির উদ্দিন। উক্ত মামলার প্রেক্ষিতে পিবিআই রাজশাহী জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মনিরুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রায়হানুজ্জামানের নেতৃত্বে পিবিআই রাজশাহীর এস.আই. এস. এম. তারিকুজ্জামান, এসআই নুর আমিন, এসআই মোহাম্মদ ফরিদুর রেজা ও সঙ্গীও ফোর্স সহ পিবিআই রাজশাহীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সোমবার রাত ১০ টার দিকে মামলার ভিকটিম শিরিনা খাতুন (৩৪) ও সিয়াম ইসলাম (১০) কে দেবিগঞ্জ থানাধীন ৮ নং দন্ডপাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজারহাটস্থ’ উক্ত মামলার বাদী মো: আছির উদ্দিন এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষের ভিতর থেকেই উদ্ধার করেন। পরবর্তীতে শিরিনা খাতুন কে মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করা হয়।
এবিষয়ে পিবিআই রাজশাহী জেলা কার্যালয় হতে জানা যায়, পঞ্চগড় জেলায় অভিযান চালিয়ে মামলার বাদীর বাড়ি থেকেই দুইজন ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দী প্রদান শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিজ্ঞ আদালত ভিকটিমদ্বয়কে মামলার বাদী আছির উদ্দিন এর জিম্মায় দেন । বর্তমানে এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানা যায়।