

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে ৪০ বিঘা তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি)দুপুর বারোটার দিকে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তোভোগী কৃষকরা।
কৃষকদের পক্ষে এক লিখিত বক্তব্য মো: রফিকুল ও শ্রী গনেশ বলেন, পুঠিয়া উপজেলার শিলমাড়ীয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে ক্ষমতার দাপট দেখিয়ে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও জিম্মি করে এবং সরকারী নীতিমালা লংঘন করে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছেন হান্নান সহ কয়েকজন প্রভাবশালী।
এ বিষয়ে কৃষকরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে পুকুর খনন বন্ধে ১৪৪/১৪৫/১৩৩ ধারায় নিষেধাজ্ঞা দেয় আদালত । এরপরেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। এছাড়া অবৈধ পুকুর খনন বন্ধে এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত আঃ হান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন’আমি জোরপূর্বক কারো জমি কাটিনি,পুকুরে রফিকের কনো যায়গাও নেই, তবে কাজটি রফিকের এলাকায় হওয়ায় সে আমার কাছে লাখ টাকা চাদা চায়,আমি দিতে অস্বীকৃতি জানালে আমার নামে সংবাদ সম্মেলন করে।কৃষকের সাথে জোর করেননি তবুও কি আপনি পুকুর খনন করতে পারেন? এ প্রশ্নের জবাবে হান্নান বলেন আমার কাজ বন্ধ আছে এসে দেখতে পারেন।
উক্ত সংবাদ সম্মেলনে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী কৃষকরা।