

বাঘা প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলাধীন বাউসা ইউনিয়নের আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছে।
বাউসা ইউনিয়নের আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া হাইস্কুলে যায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন মোঃজাফর হোসেন (৪০), পিতাঃ আবদুস সাত্তার, গ্রামঃ তেথুলিয়া। আড়পাড়া গ্রামের গাজির রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন(৩৮) মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩) মোঃমানিক হোসেন (৪৫)হেদাতি পাড়ার মুনসাদ আলীর ছেলে মকবুল হোসেনের সহ ৮/১০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টহল রয়েছে। এ বিষয়ে খবর লিখা পর্যন্ত কোন গ্রুপই থানাই অভিযোগ দায়ের করেনি বলে জানা যায়।