

আসগর আলি সাগরঃরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আজ ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয় আবেদনের কার্যক্রম । চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গতকাল ঘোষণার পর আজ থেকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করা শুর হয় এবং ১৫ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়,ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারীরা । আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের, পরিক্ষার্থীরা সময় পাবে এক ঘণ্টা । ভর্তি পরীক্ষায় পাস নম্বর হিসেবে ধার্য ৪০।
পরিক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বলেন,”আজ থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করেছেন,আবেদন ফি ও দ্বিতীয়বার ভর্তির সুযোগ গত বছরের মতো এবারও ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক ও চূড়ান্ত আবেদন ফিও অপরিবর্তিত থাকছে। এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। যাঁরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, শুধু তাঁরাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফি জমা দেবেন। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য চূড়ান্ত আবেদন ফি সার্ভিস চার্জসহ ১ হাজার ১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের চূড়ান্ত আবেদন ফি সার্ভিস চার্জসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। বিস্তারিত শিক্ষার্থীরা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখতে পাবেন।