

নিজস্ব প্রতিনিধিঃরাজশাহীর এয়ারপোর্ট থানাধীন বিরস্তইল পূর্বপাড়া হাজী পাড়া মাদরাসা থেকে এক ছাত্র নিখোঁজ হয়েছে।বিগত ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ৯ টা থেকে নিজ মাদরাসা হতে নিখোঁজ হাফেজ মোঃ আব্দুর রহিম কে পাওয়া যাচ্ছেনা বলে জানায় তার আপন বড়ভাই মাওলানা আব্দুল্লাহ বিন হাসান ।১৯ দিন হয়ে গেলেও তার কনো সন্ধান পাওয়া যায়নি। ছোট ভাই কে ফিরে পেতে ফেসবুকে ছবি সহ নিখোঁজ সংবাদ প্রকাশ করেন তিনি। তার ফেসবুকে বিস্তারিত তুলে ধরে বলেন”আমার ছোট ভাই হাফেজ মোঃ আব্দুর রহিম।
ডাকনামঃ মুহাম্মাদ।
বিগত ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ৯ টা থেকে নিজ মাদরাসা হতে নিখোঁজ রয়েছে।
সে রাজশাহীর এয়ারপোর্ট থানাধীন বিরস্তইল পূর্বপাড়া হাজী পাড়া মাদরাসায় মাদানী নেসাব প্রথম বর্ষে পড়াশোনা করতো।
গায়ের রংঃ শ্যামলা।
উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি
দেখতে খুবই হ্যাংলা পাতলা।
পড়নে জুব্বা টুপি ছিল
আমার ছোট ভাইকে কেউ দেখে থাকলে দয়াকরে জানাবেন।
অনেক খোঁজাখুজি করেছি, কোনো আত্মীয়ের বাসায়ও যায়নি।
৭ ভাই বোনের সবার ছোট,
মা খুবই কান্নাকাটি করছে।
দয়াকরে পোষ্টটি শেয়ার করে আমার ভাইকে খোঁজায় সহযোগিতা করবেন।
যোগাযোগঃ মাওলানা আব্দুল্লাহ বিন হাসান।
পিতাঃ মোঃ হাসান আলী
গ্রামঃ বালিয়াডাঙ্গা,
পোষ্টঃ পবা,
থানাঃ এয়ারপোর্ট,
জেলাঃ রাজশাহী।