পর্তুগালে অনুষ্ঠানকে কেন্দ্র বাংলাদেশ কমিউনিটিতে বিভক্তি

আন্তর্জাতিক ডেস্ক:পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির একটি অংশ গতকাল ২৯শে ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কমিউনিটির মাঝে দ্বিধাভিত্তির সৃষ্টি হয়।অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এ অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করার জন্য কমিউনিটির সকলকে আমন্ত্রণ জানাই । এই আহবানে সারা দিয়ে যারা যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানের আয়োজক কমিটি গঠন করি।

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির অপর একটি অংশের মুখপাত্র রাজিব আল মামুন, সাজিদ মোহাম্মদ এবং কমিউনিটির দীর্ঘদিন বসবাসকারী প্রবীণ ব্যক্তিত্ব সোয়েব মিয়া জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে আহ্বান সকলের কাছে নাও পৌঁছতে পারে। উদ্দেশ্যপ্রণোদিত মূলকভাবে এই অনুষ্ঠান আয়োজনে কমিউনিটির অন্যান্য সকল নেতৃবৃন্দকে আড়াল করা হয়েছে।

অপরদিকে রাজধানী লিসবনের বাইরের বিভিন্ন শহরগুলোতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী বসবাস করেন এ বিষয়ে তাদের সাথে যোগাযোগ করলে জানা যায়, আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা হয়নি। পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তো থেকে নাম না প্রকাশ করার শর্তে সেখানে দীর্ঘদিন যাবত বসবাসকারী প্রবীন বাংলাদেশী বলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী এই শহরটিতে বসবাস করে ,পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির ব্যানারে একটি অনুষ্ঠানে আয়োজনে আমরাও অংশগ্রহণ করতে পারতাম তবে এ বিষয়ে কোনোভাবেই যোগাযোগ করা হয়নি। আয়োজক কমিটিও লিসবনের বাইরের শহরগুলোতে বসবাসকারীদের সাথে যোগাযোগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে আয়োজক কমিটি অনুষ্ঠানে কোন প্রকার নাচ-গান না রাখার বিষয়ে ধর্মীয় একটি গ্রুপকে আশ্বস্ত করে তাদের পক্ষে রেখেছিলেন। তবে অনুষ্ঠানে নাচ-গান করার কারণে ধর্মীয় সেই গ্রুপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। তারা বলছেন যেহেতু আয়োজক কমিটির প্রধান রানা তসলিম উদ্দিন পর্তুগালে বাংলাদেশীদের প্রধান মসজিদের কমিটির সভাপতি সুতরাং একজন মসজিদের সভাপতি হয়ে নাচ গান আয়োজন করাটা ধর্মীয় রীতিনীতি পরিপন্থী।

অপরদিকে সংস্কৃতিমনা ব্যক্তিরা বলছেন বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির নাচ, গান উপস্থাপন করা দোষের কিছু নয়। এমনকি বাংলাদেশেও বিজয় দিবসের আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন কনসার্ট এবং সাংস্কৃতিক আয়োজন রাখা হয়। সুতরাং এটি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানের একটি অংশ হিসেবে পরিগণিত হয়ে আসছে।

অনুষ্ঠানটি সকাল ১১ টায় শুরু হয় সেখানে বিভিন্ন দেশীয় খাবারের স্টল সহকারে নানান ধরনের পণ্যের পসরা সাজানো হয়। একই সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সহকারে প্রবাসী শিল্পীদের কনসার্টে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় মিনিসিপিলিটির কমিশনার, লিসবন বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি সহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Related Posts

“হুভা উত্তা ভুয়ত্তা”বিনিময়ে ফিনল্যান্ডে নববর্ষ ২০২৫ উদযাপন

ফিনল্যান্ডের হেলসিংকি থেকে আব্দুল্লাহ ইকবালঃ ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ”হুভা উত্তা ভুয়ত্তা” (ফিনিশ ভাষায় শুভ নব বর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ডের নাগরীকেরা। নতুন বছরের আগমনে…

হরেক রকমের খাবারের ষ্টল নিয়ে ফিনল্যাডে স্থানীয় খাদ্যের ৪৪তম মেলা অনুষ্ঠিত

আব্দুল্লাহ ইকবাল,ফিনল্যান্ডঃফিনল্যাডে স্থানীয় খাদ্যের ৪৪তম মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী হেলসিংকিংর ক- কম্পাসে দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় । প্রায় ৪০টি স্থানীয় প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহন করে। হরেক রকমের খাবারের ষ্টল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মোহনপুরে আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • By admin
  • February 9, 2025
  • 73 views
মোহনপুরে আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শয়তান বধ ; শয়তান শিকার সবকিছুই রুটিন ওয়ার্ক!!

  • By admin
  • February 8, 2025
  • 116 views
শয়তান বধ ; শয়তান শিকার সবকিছুই রুটিন ওয়ার্ক!!

রাজশাহীতে নানা আয়োজনে এই বাংলার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • By admin
  • February 7, 2025
  • 46 views
রাজশাহীতে নানা আয়োজনে এই বাংলার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

“ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি” সমাজে এর ভয়াবহ প্রভাব…

  • By admin
  • February 7, 2025
  • 86 views
“ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি” সমাজে এর ভয়াবহ প্রভাব…

ভালুকায় কৃষক দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত 

  • By admin
  • February 7, 2025
  • 89 views
ভালুকায় কৃষক দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত 

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর অনভিপ্রেত ও অনাকাঙ্খিত: সরকার

  • By admin
  • February 6, 2025
  • 67 views
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর অনভিপ্রেত ও অনাকাঙ্খিত: সরকার