

আব্দুল ওয়াহাব, রাজশাহী : ২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নে আগামী ২৮ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে দির্ঘ ৪৩বছর ধরে সাংবাদিকদের অধিকার আদায়ের সরকারী নিবন্ধিত সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় মহা-সমাবেশ সফল করতে সারাদেশ ব্যাপি সংগঠনের নেতৃবৃন্দরা সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সভা ও সম্মলন করে চলেছে। এর অংশ হিসেবে ২৪ডিসেম্বর মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে জাতীয় আয়োজিত মতবিনিময় সভায় ফক্সনিউজ বিডির ব্যাবস্থাপনা সম্পাদক মো: মাসুদ পারভেজ চৌধুরী কে সভাপতি ও সিনিয়র সাংবাদিক নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন প্রধান বক্তা সংগঠনের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এই রাজশাহী মহানগর কমিটির অনুমোদন দেন।
এ সময় মতবিনিময় সভায় সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, রাজশাহী বিভাগীয়কিমিটির আহবায়ক মো: নুরে ইসলাম মিলন,রাজশাহী জেলা নব নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক আখতার রহমান সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।