

এম ইসলাম দিলদার,নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। ঘন কুয়াশা আর হিম হিম ঠান্ডা নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু নিম্ন আয়ের মানুষ,বৃদ্ধ ও শিশুরা। নিম্ন আয়ের ও শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন ইউএনও শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
মঙ্গলবার (২৪ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলারধীন বৃদ্ধাশ্রম, এতিম ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলা প্রশাসন পক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার নিজ হাতে দোরগোড়ায় উপস্থিত হয়ে বিতরণ করলেন ২ শত ৫০ পিস কম্বল।কম্বল বিতরণের সময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণে এই কম্বল ব্যবহার করে একটু উষ্ণ পায়। মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনাতে আমরা বাঘা উপজেলার প্রশাসন এসিল্যান্ডসহ অন্যান অফিসারগন বিভিন্ন বৃদ্ধাশ্রম, এতিমখানা এবং আড়ানী রেল স্টেশনে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি।