

নিজস্ব প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর দুপুরে রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামের নিকট বিদায়ী পুলিশ সুপার জনাব মো:আনিসুজ্জামান দায়িত্বভার হস্তান্তর করেন।দায়িত্ব গ্রহনের পর তিনি প্রথম রাজশাহীর নারী পুলিশ সুপার হোলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রফিকুল আলম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার মো: আনিসুজ্জামান ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন।