নিজস্ব প্রতিনিধিঃরাজশাহীতে পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদ পাওনা টাকা তুলতে গেলে ছিনতাই ও মারধরের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট তুলে ধরে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী ফারুক হোসেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৫ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত বক্তব্য তুলে ধরে রাজু আহমেদের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, রাজু আহমেদ একজন কথিত সাংবাদিক। বিড়ালদহ এলাকায় সে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে। ব্যবসায়ী রাজু আহমেদ আমার থেকে ব্যবসার ৭০ হাজার টাকা পেতো। যা আমি তার ম্যানেজারকে পরিশোধ করে দিয়েছি। তবুও সে প্রতিনিয়ত সেই টাকার দাবি করতে থাকে ও ক্রোধের বসবতি হয়ে গত ১৩ অক্টোবর রাজশাহী আমচত্বর এলাকা থেকে সকাল আনুমানিক ৮ টার দিকে আমার মুরগি বোঝাই একটি নসিমন, ও গাড়ী চালকের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা। এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে ও পুঠিয়া থানাকেও অবগত করা হয়েছে।
তিনি আরো বলেন, ছিনতাই হওয়া সেই মুরগির গাড়ী ও মোবাইল ফেরত চাইলে সে তার সঙ্গী ও সাথীদের নিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ে আসে। সেখানে আমাদের মধ্যে কিছুটা বাকবিতন্ডা হয় কিন্তু এক পর্যায়ে তারই সঙ্গী ও সাথীদের ধস্তাধস্তিতে তার নাকে আঘাত লাগে ও সামান্য আঘাতগ্রস্থ হয় রাজু। সেই হাতাহাতির সাথে আমরা কেও জড়িত নয়। আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং সেটির সাথে আমার কোনো যোগ সাজস নেই।
ব্যবসায়ী ফারুক বলেন, এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। দ্রুত এ ঘটনার তদন্ত করে সত্যটা উদঘাটনের অনুরোধ জানান ব্যবসায়ী ফারুক হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাওনা টাকা তুলতে গেলে ছিনতাই ও মারধরের অভিযোগ এনে ব্যবসায়ী ফারুক হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন পোল্টি ব্যবসায়ী রাজু আহমেদ।