নিজস্ব প্রতিনিধিঃ গত২৭ নভেম্বর সকাল ১০:৪০ টায় রাজশাহী জেলার কনস্টেবল নিয়োগ-২০২৪-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।উক্ত পরিক্ষায় প্রক্সি দিতে এসে আসল পরীক্ষার্থী-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো কুমিল্লা জেলার মোঃ সুমন মিয়া (২৪),বাগমারা থানার মোঃ রাকিব (১৯) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মোঃ তৌফিকুর রহমান (৩৫)।এদের মধ্যে মোঃ সুমন মিয়া কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিমসিংহ গ্রামের মোঃ সাহেব আলীর পূত্র, মোঃ রাকিব রাজশাহী জেলার বাগমারা থানার বাঙ্গালপাড়ার মো: আজাদ আলীর পূত্র এবং মো: তৌফিকুর রহমান রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বাকির মোড়ের আব্দুল কুদ্দুসের পূত্র।ঘটনাসূত্রে জানা যায়, গতকাল রাজশাহীর পুলিশ লাইন্সে শহিদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে পুলিশ কনস্টেবল নিয়োগ-২০২৪-এর লিখিত পরীক্ষায় মো: রাকিব মূল পরীক্ষার্থী হিসেবে উপস্থিত না হয়ে তার পরিবর্তে মো: সুমন মিয়া অংশগ্রহণ করে। দায়িত্বরত কক্ষ পরিরক্ষকের সন্দেহ হলে বিষয়টি তিনি ফ্লোর ইনচার্জকে জানান। পরবর্তীতে মোঃ সুমন মিয়াকে রাজশাহীর ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের ইনচার্জ মো: রুহুল আমিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। টাকার বিনিময়ে সে প্রতিযোগিতামূলক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যকে চাকরি পাইয়ে দেয়।তার দেওয়া তথ্যমতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন পুলিশ লাইন্সের দক্ষিণ গেট সংলগ্ন এলাকা হতে প্রকৃত পরীক্ষার্থী মোঃ রাকিব এবং প্রতারক মো: তৌফিকুর রহমানকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় রাকিবের দেহ তল্লাশি করে অভিযুক্ত প্রক্সি পরিক্ষার্থী সুমনের ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।