নিজস্ব প্রতিবেদক : দেশের চার বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহী, পদোন্নতির কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা খান মো. রেজা-উন-নবীকে সিলেট এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।এর আগে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কমিশনারদের প্রত্যাহার করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়। বিভাগীয় কমিশনারের পদটি মাঠ প্রশাসনে শীর্ষ পদ হিসেবে বিবেচিত ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন আনে সরকার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *