বাঘা রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলসহ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাঘা জিরো পয়েন্টে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালী বের করে।
বাঘা জিরো পয়েন্টে ঐতিহাসিক ৭ ই নভেম্বরের আলোচনা সভায় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ও উপজেলা যুবদলের সভাপতি মো: আব্দুল্লাহ আল-মামুন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্তমানে আহবায়ক কমেটির অন্যতম সদস্য, মো: মুজিবর রহমান জুয়েল ,সাবেক সভাপতি বাঘা উপজেলা ছাত্রদল,সাবেক সভাপতি শাহাদৌলা সরকারি ডিগ্রি কলেজ সঞ্চালন করেন, মো: জাহিদুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক বাঘা উপজেলা ছাত্রদল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল চেয়ারম্যান মনিগ্রাম ইউনিয়ন পরিষদ মো: নজরুল ইসলাম, মো: রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য, চকরাজাপুর ইউনিয়ন, মো: কিনার মেম্বার,মনিগ্রাম ইউনিয়ন পরিষদ, মো: আরিফুর ইসলাম, মো: শরিফ আহাম্মেদ, যুব নেতা, বাঘা উপজেলা,মো: জাহাঙ্গীর আলম রনি, সাবেক সাধারণ সম্পাদক মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদল, মো: আশিকুর রহমান হিমেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল,মো: উজ্জ্বল হোসেন,যুব নেতা
মো: তারেক রহমান প্রমুখ।