জিহাদ বাহিনীর দখল আর সন্ত্রাসে সন্ত্রস্ত পুরো গ্রাম

ডেস্ক নিউজ: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আওয়ামী সন্ত্রাসী আজাদুর রহমান জিহাদের অত্যাচারে অতিষ্ঠ কল্যাণপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা। আওয়ামী এই সন্ত্রাসীর নেতৃত্বে আবারো ওই পরিবারের কয়েকজন সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে ওই পরিবারের ছয়জনকে আহত করেছে। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাদের মোবাইল ভাঙচুর করে। বর্বোরোচিত এ হামলায় গুরুতর জখম হয়ে এখনো এক ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
১৮ অক্টোবর (শুক্রবার) উপজেলার কল্যাণপুর গ্রামের কল্যাণপুর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কুমারখালী থানায় ২৩ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে এক আসামি গ্রেফতার হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তি জবরদখলের প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা করা হয়েছে। গত ১৬ বছর ধরে এলাকার চিহ্নিত এ সন্ত্রাসীরা জমি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেই চলেছে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পরও আওয়ামী সন্ত্রাসী আজাদুর রহমান জিহাদের পৃষ্টপোষকতায় হামলা চালানো হচ্ছে।

মাহফুজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গুলি খেয়েছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তবে আজ আওয়ামী সন্ত্রাসের বীজ থেকে আবার বিষবৃক্ষ বেড়ে উঠছে। তিনি এও বলেন, ইসলাম, ধর্ম প্রাণ মুসলমান, ইমাম ও আলেমদের উপর আক্রমণের ও গুমের প্রতিবাদ করায় তারা আমার উপর সংঘবদ্ধ অতর্কিত হামলা করে।

তিনি আরো অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের ছত্রছায়া জিহাদ একটি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে। ওই সালের ২৪ ডিসেম্বরও এই জিহাদের নেতৃত্বেই তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট করা হয়। ৮ থেকে ১০ বিঘা জমি জবরদখল করা হয়।

ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা (মুক্তিযোদ্ধার ভাই) আমার বাবা আবু সাঈদকে পিটিয়ে গুরুতর আহত করে একটি বাড়িতে আটক রেখে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। অবরুদ্ধ করে রাখে মুক্তিযোদ্ধার সহধর্মিনী ও তার বৃদ্ধা মাকে। পরদিন ২৫ ডিসেম্বর সকালে পুলিশ তাদের জিম্মিদশা থেকে মুক্ত করে। ওই ঘটনায় মামলা হয়। ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তৎকালীন নেতারা বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছিলেন।

হামলার শিকার ভুক্তভোগী একই পরিবারের আদনান, আলী নূর ও হৃদয় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন ঘটলেও জিহাদ কল্যাণপুর গ্রামে আগের মতই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের জমির কাছে গেলেই তারা আমাদেরকে মারধর করে। তার নির্মমতার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের প্রতি সুবিচার দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, এখনো ওই সন্ত্রাসীরা অত্যাচারিত মুক্তিযোদ্ধার পরিবারটির উপর বলপ্রয়োগ, ভীতিপ্রদর্শন করেই চলেছে।

এর আগে ২০০৯ সালে এমন হামলার ঘটনা ঘটেছে। মামলাও হয়। ওই ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তৎকালীন নেতারা বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

প্রভাবশালীদের জবর দখলের হাত থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাকের বিধবা স্ত্রী শেষ পর্যন্ত স্বামীর সম্পত্তি রক্ষার্থে বিজ্ঞ আদালতের আশ্রয় করেন। বিজ্ঞ আদালত তাদের ভোগদলীয় সম্পত্তিতে স্থিতাদেশ জারি করেন। যেই বিরোধ আজ অবধি অমীমাংসিত।

স্থানীয় লোকজনের অভিযোগ, জিহাদ এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। মামলা ছাড়া পুলিশ দিয়ে আটক করিয়ে লোকজনকে টর্চার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মসজিদে হামলা তার নেতৃত্বে হয়েছে। এ ঘটনায় মোয়াজ্জিন পলাতক থাকে, কিছুদিন মসজিদে আজান পর্যন্ত বন্ধ ছিল। জোর করে মসজিদ কমিটি ভেঙে দিয়ে জিহাদ তার ভাইকে কমিটির সভাপতি বানিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
আরো অভিযোগ রয়েছে, স্থানীয় মসজিদের ইমাম ৭৪ দিন এবং মসজিদের সভাপতি ৭২ দিন পুলিশী হেফাজতে অকথ্য নির্যাতনের শিকার হন। চলতি বছরের২০ সেপ্টেম্বর এসব বিষয় নিয়ে গ্রামে একটি বৈঠক হয়। এই বৈঠকে মুক্তিযোদ্ধার পরিবারের উপর এসব ঘটনার সত্যতা ওঠে আসে। সুত্র জুম বাংলা

Related Posts

মুন্সীগঞ্জে বিনা বেতনে ইলেক্টিশিয়ান নামে নিয়োগ প্রদান।

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :  Breb এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি — Ssc/Hsc পাশ করা হাজারো যুবক কে সার্কুলারের মাধ্যমে ট্রেনিং করিয়ে বিনা বেতনে ইলেক্টিশিয়ান নামে নিয়োগ…

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

  • By admin
  • April 17, 2025
  • 120 views
নিজেকে -দেশকে এগিয়ে নিতে বললেন জেলা প্রশাসক আফিয়া আখতার

বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

  • By admin
  • April 16, 2025
  • 167 views
বাঘায় হত্যা মামলার আসামী কে হাতুরি-রড দিয়ে মেরে আহত

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

  • By admin
  • April 16, 2025
  • 288 views
ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

  • By admin
  • April 14, 2025
  • 254 views
বাঘায় ইউনিয়ন বিএনপির সভাপতি রন্জুকে শোকজ নোটিশ

মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 

বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত। 

  • By admin
  • April 14, 2025
  • 57 views
বাঘায় পহেলা বৈশাখ উপলক্ষে  বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত।