নিজস্ব প্রতিনিধিঃরাজশাহী বাঘা থানায় পাকুড়িয়া গ্রামের মোঃ সাজদার রহমানের ছেলে সাংবাদিক আবুল হাশেম খোঁজ নিয়ে জানা যায় ২০/১০/২০২৪ ইং তারিখ রবিবার বিকাল ৩.৪৫ মিনিটে মোঃ আজহার আলী পিতা মোঃ আতাহার আলী মোঃ শুকুর আলী পিতা-মৃত বদর আলী মোঃ সুমন আলী পিতা মোঃ শুকুর আলী মোঃ সুজন আলী পিতা মোঃ শুকুর আলী সহ একই পরিবারের লোকজন হ্যাকার ও মাদক ব্যবসা করে আসছে, সাংবাদিক আবুল হাশেম তাঁর প্রতিবাদ করায় শত্রুতা শুরু হয় সে শত্রুতার জেরে সাংবাদিক আবুল হাশেমের পিতা মোঃ সাজদার রহমানকে বাড়ির পাশে একা পেয়ে দেশীয় অস্ত্র লোহার রড,হাসুয়া, দা,হাতুড়ি, বাঁশের লাঠি,দিয়ে আঘাত শুরু করে চিৎকার শুনে সাংবাদিক আবুল হাশেম তার বাবা সাজদার রহমানকে বাঁচাতে এগিয়ে গেলে সাংবাদিক আবুল হাশেম কে আঘাত শুরু করে তারা। সাংবাদিক আবুল হাশেম মাটিতে পড়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাহাকে এবং তাহার বাবাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সাংবাদিক আবুল হাশেম এর মাথায় ৫টি সেলাই লাগে ও ডান হাত ভেঙ্গে গেছে শরীরের সকল জায়গায় লোহার রড হাতুড়ির দাগ আছে এবং সাংবাদিক আবুল হাশেমের বাবা সাজদার রহমানের মাথায় ১২টি সেলাই ও শরীরের সকল জায়গায় লাঠি রড হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন আছে। ডাক্তারের থেকে খোজ নিয়ে জানা যায় তারা দুজনই গুরুতর অবস্থায় ভর্তি আছে।
এই বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, মামলা হয়েছে, আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।