নিজস্ব প্রতিনিধিঃ গত ১৫ জানুয়ারি ২০২৪ খ্রি. রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মহিষকুন্ডি গ্রাম হতে রাত ২০:৫০ টায় তিনজন মাদককারবারিকে ৫০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১. মো: মোস্তাক হোসেন (৩৫), ২. মো: সুমন হোসেন (২০) ও ৩. মোছা: জেসমিন আক্তার (৩৫)। মো: মোস্তাক হোসেন রাজশাহী জেলার মোহনপুর থানার ঘাসিপুর গ্রামের মো: মোন্তাজ আলীর পুত্র। মো: সুমন হোসেন একই জেলার একই থানার একই গ্রামের মো: ইন্তাজ আলীর পুত্র এবং মোছা: জেসমিন আক্তার তানোর থানার ঠাকুরপুকুর মধ্যপাড়া গ্রামের মো: উজ্জল মিয়ার স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ১৫ জানুয়ারি ২০২৪ খ্রি. রাত ২০:৩০ টায় রাজশাহী জেলার মোহনপুর থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার মোহনপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামস্থ তুলশিক্ষেত চৌরাস্তার মোড় আলামিন স্টোরের সামনে অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রাজশাহী মহোদয়ের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গতকাল ১৫ জানুয়ারি ২০২৪ খ্রি. রাত ২০:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ২০:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: মোস্তাক হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের্^র কোচা হতে একটি সাদা পলিথিনের মধ্যে গিট বাঁধানো অবস্থায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য বাদামি বর্ণের গুড়া হিরোইন ৩০ গ্রাম এবং মো: সুমন হোসেনের নিকট হতে ২০ গ্রাম হিরোইন এবং সহযোগী মোছা: জেসমিন আক্তার-সহ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ১. মো: মোস্তাক হোসেন, ২. মো: সুমন হোসেন ও ৩. মোছা: জেসমিন আক্তারদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।