

নিজস্ব প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে ১৯/১০/২৪ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকায় রুয়েট ক্যাফেটোয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মোঃ মাঈন উদ্দিন বলেন,নতুন বাংলাদেশে অবিলম্বে রুয়েটে সৎ, যোগ্য,
দেশপ্রেমিক, শিক্ষার্থীবান্ধব ও যোগ্যতা সম্পন্ন শিক্ষককে রুয়েট এর ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, উত্তরবঙ্গের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ জুলাই বিপ্লবের পর গত ৩১ আগস্ট থেকে ভাইস চ্যান্সেলর পদটি শুন্য পড়ে আছে। এ কারনে অত্র
বিশ্ববিদ্যালয়ের যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রম স্থবির রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুয়েটিয়ানরা যেই
গণজোয়ার সৃষ্টি করেছিল, সেসব শিক্ষার্থীদের উপর সরাসরি অস্ত্রহাতে হামলাকারী ও হামলার পরিকল্পনাকারী অনেক কর্মকর্তা
ও কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেয়া যাচ্ছেনা। দূর্নীতি ও অবৈধ নিয়োগ সংক্রান্ত যেকোনো
মীমাংসামূলক সিদ্ধান্ত আটকে রয়েছে। বিপ্লব পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের যেসব দাবি-দাওয়া
ছিল, ভাইস চ্যান্সেলর শূণ্যতায় সেগুলোও পূরণ হচ্ছেনা। পাশাপাশি রুয়েটে মাদকাসক্ত ও বহিরাগতদের আনাগোনা বেড়ে
গিয়েছে। স্থায়ী ভিসি না থাকার কারনে এদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যাচ্ছেনা। । ফলে ক্যাম্পাসে
শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে নিরাপত্তাহীনতা। এছাড়াও পতিত স্বৈরাচারের ছাত্রবাহিনীর দ্বারা অবৈধভাবে দখলকৃত হলের
সিটগুলোরও পুনরুদ্ধার ও বণ্টন কার্যক্রম স্থগিত রয়েছে । ইতোপুর্বে সাধারণ শিক্ষার্থীরা স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে
মানববন্ধন করলেও সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করছি। তাই আমরা
রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আগামী সর্বোচ্চ পাঁচ কর্মদিবসের মধ্যে রুয়েট থেকে সৎ, দক্ষ, দেশপ্রমিক, শিক্ষার্থীবান্ধব,
যোগ্যতাসম্পন্ন এবং বিপ্লবে আমাদের সহযোগীতা করেছেন এমন একজন শিক্ষককে রুয়েট এর ভিসি হিসেবে নিয়োগ দেয়া রজোর দাবী জানাচ্ছি ।
পাঁচ কর্মদিবসের মধ্যে কোন যৌক্তিক কারন ব্যতীত রুয়েটে ভিসি নিয়োগ না হলে যেকোনো ধরনের কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে।