

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড নিমতলা কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া শনিবার সকালে জানান, নিমতলা ফকির পাড়া কেন্দ্রিয় ঈদগাহের পাশের কলাবাগান বস্তির লাল মোহাম্মদের টিনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এতে তার ছেলে পলাশ ও মেয়ে লাকি আহত হয়েছেন। ঘটনার পরপরই সেখানে টহল পাঠানো হয়েছিল। তবে এই ককটেল বিষ্ফোরেণের সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। আর এখনো কেউ কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ করা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।