রাজশাহীতে সাবেক এমপি কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত

নিজস্ব প্রতিনিধিঃ ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতে তোলে।পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

এদিকে আদালত থেকে বের করার সময় সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাবেক এ এমপি।বিক্ষুব্ধ জনতার মধ্যে থেকে একজন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাঁশ দিয়ে সাবেক এমপি কালামের মাথায় আঘাত করেন। তবে হেলমেট পরে থাকায় কোনো রকমে তার রক্ষা হয়।পরে কোর্ট পুলিশ তাকে খুব দ্রুত প্রিজন ভ্যানে তুলে দিয়ে কারাগারে পাঠায়।

রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমান উল্লাহ জানান,বুধবার (২ অক্টোবর) রাজধানী ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাগমারা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হামলার মামলায় আদালতে তোলা হলে বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাজশাহীর বাগমারা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে। বিকেলে তাকে আদালতে তোলা হয়।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন,গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলাতেই আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

এঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালামসহ আওয়ামী লীগের কয়েকশ’নেতাকর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় পৃথকভাবে পর পর মোট ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক,ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল,গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার,শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে বন্দি আছেন।

সর্বশেষ আবুল কালাম আজাদ রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান বাগমারা থানার এ পুলিশ কর্মকর্তা।

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এমপি হওয়ার আগে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া নানা কারণেই তিনি আলোচিত-
সমালোচিত ছিলেন।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে নিজ দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে হারিয়ে প্রথমবারের মতো তিনি এমপি নির্বাচিত হন। এরপর সহধর্মিণী খন্দকার শাইলা পারভীনকে তাহেরপুর পৌরসভার মেয়র করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তারা উভয়ই আত্মগোপনে চলে যান।

admin

Related Posts

রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা নভেম্বর বিকাল পাঁচটার সময় কাঁঠালবাড়িয়া হারুপুর মোর সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাসিক এলাকা সংলগ্ন খেলার মাঠ কে কেন্দ্র করে উভয় পক্ষের তর্ক-বিতর্কের মাঝে এলাকাবাসীর উপরে হামলা…

সড়ক দুর্ঘটনা রোধে নীতিবাক্য লিখা ফেস্টুন টাঙালেন মোহনপুরের দুই সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সতেচনামূলক বাণী লিখাসহ ফেস্টুন টাঙ্গানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাজশাহী-নওগাঁ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

  • By admin
  • November 2, 2024
  • 4 views
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন

  • By admin
  • November 2, 2024
  • 5 views
রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন

মুন্সিগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ২ এমপিসহ ১৪২ জনের নামে মামলা।

  • By admin
  • November 1, 2024
  • 34 views
মুন্সিগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ২ এমপিসহ ১৪২ জনের নামে মামলা।

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • By admin
  • October 31, 2024
  • 7 views
দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া জেলার স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

  • By admin
  • October 31, 2024
  • 9 views
কুষ্টিয়া জেলার স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনা রোধে নীতিবাক্য লিখা ফেস্টুন টাঙালেন মোহনপুরের দুই সাংবাদিক।

  • By admin
  • October 31, 2024
  • 9 views
সড়ক দুর্ঘটনা রোধে নীতিবাক্য লিখা ফেস্টুন টাঙালেন মোহনপুরের দুই সাংবাদিক।