নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা তেমন মিলছে না। শৈত্যপ্রবাহের মধ্যে বইছে হিমেল হাওয়া। বেড়েছে ঠান্ডার তীব্রতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, দরিদ্র, ছিন্নমূল ও শীতার্ত দুস্থ মানুষের কষ্ট লাগবে এগিয়ে এসেছেন বৈশাখী টেলিভিশন এর ক্যামেরা পার্সন মুশফিকুর রহমান।

শনিবার ও রবিবার রাত সাড়ে ৮টা থেকে মধ্য রাত অবধি নগরীর পথে পথে ঘুরে ঘুরে আসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
মুশফিকুর ফক্সনিউজ কে বলেন”রাজশাহীতে প্রচন্ড শীতের ঠান্ডা বাতাস বইছে। কিছু বৃদ্ধ অসহায় লোক গুলো একটা কম্বলের জন্য দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে। একজন বৃদ্ধ অসহায় মহিলা তার দুঃখের কথাগুলো আমার কাছে প্রকাশ করছিলো তার একটা কম্বলের প্রয়োজন। অসহায় মহিলা চাচীকে একটা কম্বল সাহায্য করলাম। মহিলা চাচী কম্বল নেওয়ার পরে হাসি মুখে আমার জন্য অনেক দোয়া করলো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *