নিজস্ব প্রতিনিধিঃ আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: মমিনুল করিম পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ভিকটিম সাপোর্ট সেন্টার) জনাব সাবিনা ইয়াসমিন, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল আলম এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রাজশাহীতে খেলার মাঠ কে কেন্দ্র করে বাসা ভাঙচুর ও আহত ১২ জন
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা নভেম্বর বিকাল পাঁচটার সময় কাঁঠালবাড়িয়া হারুপুর মোর সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাসিক এলাকা সংলগ্ন খেলার মাঠ কে কেন্দ্র করে উভয় পক্ষের তর্ক-বিতর্কের মাঝে এলাকাবাসীর উপরে হামলা…