নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডে মেসার্স মকবুল ট্রেডার্সে অভিযান চালিয়ে মোট ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানকালে প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী মো. মকবুল হোসনেকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল সেনাবাহিনীর মেজর মেজবাহের নির্দেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোডস্থ’ মেসার্স মকবুল ট্রেডার্সে অভিযান চালিয়ে উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা মো. মুসলিম মিয়ার ছেলে মো. মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ওই দোকান থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা করা ৫৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের দেওয়া তথ্যমতে তার গোডাউন শহরের পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ৬ নম্বর কক্ষ হতে আরও ১২০ বস্তা (সর্বমোট ১৭৩ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত চিনির মোট বাজার মূল্য ৯ লক্ষ ৮ হাজার ২৫০ টাকা।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লোগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লোগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উক্ত চিনি বাংলাদেশে এনেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করত মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।