নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এলাকাবাসির সঙ্গে মতবিনিময় করেন ভাইচ চেয়ারম্যান পদ-প্রার্থী মোহনপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আসগর আলী সাগর। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামে এ মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলায় ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আপনারা আমার পাশে থাকবেন, আমি সামনের দিকে অবশ্যই এগিয়ে গিয়ে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারবো ইনশাআল্লাহ।
আসগর আলী সাগর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের উপ দপ্তর সম্পাদক হিসেবে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে কখনো কোথাও অপ রাজনীতির প্রমাণ মিলেনা বলে দ্বাবি করেন তার নিজ এলাকায় জণগণ।