নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এলাকাবাসির সঙ্গে মতবিনিময় চেয়ারম্যান পদ-প্রার্থী রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মোরসেদ রঞ্জু। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামে এ মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিশ্বাস করি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পাশাপাশি আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।
তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয় দিবে বলেও আমি মনে করি। আপনারা আমার পাশে থাকবেন, আমি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।