নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অ্যাডিশনাল ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম (বিসিএস-১৯৭৩ ব্যাচ) আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা ০১:৪৫ ঘটিকায় রাজধানীর কাঁঠালবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের নামাযে জানাযা আজ বাদ মাগরিব রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি, এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, ডিএমপি কমিশনার মোঃ মাইনুল ইসলাম পিপিএম, এনডিসি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করে।
জানাযা শেষে আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি, ডিএমপি কমিশনার মোঃ মাইনুল ইসলাম পিপিএম, এনডিসি এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
মরহুম জনাব আবুল হাশেম ১৯৭৩ সালে বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বান্দরবানের লামা সার্কেলে যোগদান করেন। তিনি শেরপুর, পঞ্চগড়, নীলফামারী, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালীর কমান্ড্যান্ট হিসেবে অবসরে যান।
তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন নারায়নপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।