

নিজস্ব প্রতিনিধিঃ স্বজন ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ আব্দুল্লাহ ইকবাল ও সাধারন সম্পাদক আবুল আশরাফ বায়তুল্লাহ’র মেহমান কল্যাণ পরিষদ এর আজীবন সদস্য বালিয়াপুকু নিবাসী আলহাজ্ব নার্গিস আরা বেগম এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
সংগঠনটির চেয়ারম্যান বলেন বায়তুল্লাহ’র মেহমান কল্যাণ পরিষদ এর আজীবন সদস্য বালিয়াপুকুর নিবাসী আলহাজ্ব নার্গিস আরা বেগম (স্বামী: আলহাজ্ব মো: রফিকুল আলম খাঁন) গতকাল রাত্রি ১০.০০ ঘটিকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি অত্যান্ত ধার্মিক দানশীল ও আল্লাহ ভীরু ছিলেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল ৯/৯/২৪ ইং (সোমবার) সকাল ১০.০০ ঘটিকায় ভদ্রা জামে মসজিদে অনুষ্ঠিত হবে ও টিকাপাড়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে। উক্ত জানাজা ও দাফন কাজে সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেনো মহান রব্বুল আলামীন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করেন।