নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে চাঁদাবাজ,বিশৃঙ্খলাকারী ও দখলবাজদের রাজশাহী মহানগর যুবদলে ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, ‘চাঁদাবাজদের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। রাজশাহী মহানগরীর কোন এলাকায় কেউ যদি যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে মহানগর যুবদল নেতা রবি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীসহ বিভিন্ন জেলায় পত্রপত্রিকায় যুবদলের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে রাজশাহী মহানগর যুবদলের কোনো সম্পর্ক নেই।
সর্বশেষে তিনি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় নস্যাৎ করার পাঁয়তারা চলছে। চাঁদাবাজি,বিশৃঙ্খলা ও দখলবাজি করে আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রাজশাহী বাসীকে সজাগ থাকার আহববান জানান।