রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে শহীদের স্বরনে ঘোড়াঘাট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার(৩০ আগষ্ট) বিকাল ৩ টার সময় ঘোড়াঘাট মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড ক্রিকেট একাদশ।অনিষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: সাব্বির হোসাইন প্রধান অতিথি ঘোড়াঘাট পৌরসভার স্বাবেক মেয়র মো: আব্দুস সাত্তার মিলন উপস্থিত ছিলেন তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা।খেলাধুলার মাধ্যমে একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়।খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি।যে কোনো পরিস্থিতিতে যেন খেলার পরিবেশ নষ্ট না হয়। খেলা যাতে উপভোগ্য হয়, সে বিষয়ে সবার নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ করা উচিত।
এর পর ১৪ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয় ঘোড়াঘাট ও পলাশবাড়ীর মধ্যে, উক্ত খেলায় পলাশবাড়ী জ্বয়লাভ করে খেলাটিতে আম্পায়ার হিসেবে ছিলেন মাহিম ও রাসেল। কমেটি হিবাসে খেলা পরিচালনা করে জয়,সিরাজুল, মহন দিনার,রাতুল,সিয়াম,হাসান,মইনুল,ও নয়ন সহ আরো অনেকে।