মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (২৪ আগস্ট) মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তবে বন্যার্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে কেক কাটা স্থগিত করে দলটির নেতাকর্মীরা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন সহসম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাসুদ রানা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রসিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব আব্দুল করিম মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি মির্জা শওকত, শাহরিয়ার সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, কেশরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কেশরহাট পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।