নিজস্ব প্রতিনিধিঃ গত ১৮/০৬/২০২৪ খ্রি: বড়াইল উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অদ্য ১১/০৭/২০২৪ খ্রি: রোজ বৃহস্পতিবার নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও স্কুলের প্রধান শিক্ষক সহ সম্মানিত সম্মানিত শিক্ষকমন্ডলীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ, ফুলের শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরই মধ্যে দিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু হলো।
উক্ত প্রোগ্রামের সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো: মামুন অর রশিদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: আতাউর রহমান।
সম্মানিত শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব মো: আ: মজিদ, জনাব মো: হেসামুর রহমান, জনাব মো: মনজুর রহমান, জনাব মো: আ: মতিন, জনাব এসএম ফিরোজ হোসেন, জনাব মো: আ: খালেক, জনাব মো: মোজাম্মেল হক, জনাব মো: ওমর আলী, জনাব রনজিৎ কুমার, জনাব মো: কামাল হোসেন, জনাব মোছা: মাসুমা আখতার, জনাব স্বপন কুমার কবিরাজ, জনাব মোছা: শাহিনুর খাতুন ও মো: আবুল কালাম আজাদ।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক মো: মিজানুর রহমান সোহেল, মো: আল আমিন, মো: শাহিনুর রহমান লিটন, মো: আয়নাল হক, মোস্তাফিজুর রহমান সবুজ, জহুরুল ইসলাম অমি ও সদস্য মো: আবুল হাসান, ওমর ফারুক, রানা হোসাইন, মোস্তাক আহমেদ নাহিদ, মো: মোস্তাফিজুর রহমান, অমিত কুমার প্রমুখ।
প্রধান শিক্ষক জনাব মো: আতাউর রহমান বলেন, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের বড়াইল উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন হয়েছে, এটা দীর্ঘদিনের চাওয়া ছিল, সত্যিই আজ আমি খুবই আনন্দিত। আমরা একসাথে কাজ করবো, আমাদের দিক থেকে সকল রকমের সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ্।
নবগঠিত কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো: মামুন অর রশিদ বলেন, আজ অফিসিয়ালি আমরা স্কুলে এসেছিলাম, স্যারদের সাথে নতুন কমিটির পরিচিত হলো, আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিষদ আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি সম্মানিত শিক্ষকমন্ডলীর ও সিনিয়র-জুনিয়র সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারলে অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব।