

মোঃ সাইফুল ইসলামঃ রাজশাহীর বাগমারা উপজেলার সমষপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বিকেলে “উদীয়মান তরুণ সংঘ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
“উদীয়মান তরুণ সংঘ” এর সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক মিঠু সরকার এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পররিষদের সাবেক চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক হাফেজ মাওলানা মোঃ বাবুল হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন,আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ উদ্দিন শাহ, মাস্টার বাবুল হুসাইন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শিপন কুমার, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক এস.আর সাব্বির রহমান প্রমূখ।এসময় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।