চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার টাউন ক্লাব চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ সময় বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহŸায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সোলায়মান বিশু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম কবির।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আইনজীবী নূরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রস্তুতি কমিটির আহŸায়ক মো. আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।