তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর থেকে হকার ও যানজটমুক্ত শহর পেয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন সাধারণ মানুষরা। এ জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন পৌরবাসী। জানা গেছে, কুলাউড়া পৌর শহরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড থেকে উত্তরবাজার পর্যন্ত যানজটমুক্ত রাখতে ও ফুটপাত দখলমুক্ত করতে গত সোমবার উচ্ছেদ অভিযান চালায় উপজেলা ও পুলিশ প্রশাসন। ফুটপাতে যাতে হকার আবারও না বসে সে জন্য অভিযানের পরদিন মঙ্গলবারও তদারকি করেন প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার দুপুরে পৌর শহর ঘুরে দেখা যায়, অবৈধ পার্কিং ও ফুটপাতে হকার মুক্ত থাকায় শহর প্রায় পুরোপুরি ফাঁকা। নেই কোলাহল। ফাঁকা ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন পথচারীরা।উপজেলা ও পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে। তা না হলে এই অভিযান কোনো কাজেই আসবেনা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, ফুটপাতে এখন আর কোনো হকার বসতে পারবেনা। সাধারণ মানুষরা ফুটপাত দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন- সেলক্ষে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে।
শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন বলেন, কুলাউড়া শহরকে সুশৃঙ্খলভাবে ও যানজটমুক্ত করতে পুলিশ ও শহরবাসীকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার দায়িত্বে থাকা ইউএনও মো. মহিউদ্দিনের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।