নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র্যাবের পোশাক পরে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত নয় জনের মধ্যে দুইজনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়।
তারা হলো,মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সজিব (৩৫) ও একই গ্রামের রবিউল আউয়ালের ছেলে রিয়াদ(১৯)।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য জানান।মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত চক্রটি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত। ডাকাত সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।