মোঃ সাইফুল ইসলাম, বাগমারা, প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কাষ্ঠনাংলা গ্রামের স্কুল পডুয়া ছাত্র সবুজ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩রা নভেম্বর) সকাল ৯ট হতে বিশেষ অভিযান চালিয়ে দুপুর ১২টার সময় আসামীদেরকে নওগাঁ সদর উপজেলা শিকারপুর গ্রাম হতে গ্রেপ্তার করা হয়। আসামীদের গ্রেপ্তার করেন বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকুস অফিসার এসআই উৎপলসহ তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ তুফান (২৫) মোছাঃ রুপা-(২০),তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার রুসুলপরে। এব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় আাসামীদের জিজ্ঞসাবাদ চলছে, জিজ্ঞসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। উল্লেখিত গত ৫ই অক্টোবর প্রেম ঘটিত কারণে দশম(১০ম)শ্রেণীর ছাত্র সবুজকে মোবাইল ফোনে ডেকে তাকে হত্যা করে পাশ্ববর্তী পুকুরে লাশ ফেলা রাখা হয়। এরপর থেকে অভিযুক্ত পাশ্ববর্তী কাষ্ঠনাংলা গ্রামের আকরাম হোসেন সহ তার স্ত্রী, কন্যা,শ্যালক পলাতক রয়েছেন।