নিজস্ব প্রতিবেদক : গতকাল রাত অনুমান ১২.৫০ মিনিটের সময় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ প্রাইভেট কার ধাওয়া করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর কুমিল্লা ক্যান্টনমেন্ট ফুট ওভারব্রিজের নীচে প্রাইভেটকার এর চালক মো: ইব্রাহীম (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মিন্নতনগর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা কে ৮০(আশি) কেজি গাঁজা সহ প্রাইভেট কারটি আটক করতে সক্ষম হয়।
উক্ত বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।