নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা নভেম্বর বিকাল পাঁচটার সময় কাঁঠালবাড়িয়া হারুপুর মোর সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাসিক এলাকা সংলগ্ন খেলার মাঠ কে কেন্দ্র করে উভয় পক্ষের তর্ক-বিতর্কের মাঝে এলাকাবাসীর উপরে হামলা ও একটি বাড়িতে ভাঙচুর করে বাবুলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী।
মোঃ শামীম হোসেন এর বাড়ির থাই ভাঙচুর করেছে ও ঐ এলাকাবাসী নারী পুরুষ শিশুদের প্রতি হামলা চালিয়ে যখন করেছেন দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে গেলে জানা যায়, হামলাকারী বাবলু পিতা আয়ব নবী, সাজিম , আশিক, পিতা বাবুলু, সাদ্দাম পিতা আকবর ডাইভার, শুভ, পিতা আনার, সোহেল, পিতা আলিমুদ্দি সহ, আনুমানিক ৮০-৯০ জন তাদের সাং হারুপুর, রাশিয়াডাঙ্গা,পবা উপজেলা রাজশাহী।
এলাকাবাসী আরো জানান, সংঘর্ষে যারা আহত হয়েছেন আহত ব্যক্তিদের নাম যুবাইদ (শিশু-৭) রুকন, জনি, আলমগীর,রিপন, রবিন, আশিক, লিমা, রোজি, লাকি, নার্গিস, অন্তু, সহ ১৫-২০ জন তারা সকলেই সাহাজিপাড়া ১ নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল এবং পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় আছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পড়েনি অভিযোগ পরলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।