

মোঃ শাকিল আহামাদ রাজশাহী
রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন মোঃ মোকবুল হোসেন তিনি অত্র কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক।
অভিযোগে তিনি বলেন, বিবাদী মোঃ শফিকুল ইসলাম অধ্যক্ষ রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ তার সহিত দির্ঘদিন আমার ও অন্যন্য লোকজনদের বিরোধ চলে আসতেছে। এমতবস্থায় ইং-০৯/০৪/২০২৫ তারিখ সময় অনুমান বিকাল ০৪.৪৫ ঘটিকায় রাজপাড়া থানাধীন শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে অত্র কলেজের পিওন স্বাক্ষী মোঃ শিশির মোল্লা (৩৫) পিতা-মোঃ আজগর আলী সাং-হড়গ্রাম নতুন পাড়া থানা-কাশিয়াডাঙ্গা রাজশাহী মহানগর এর মাধ্যমে ডেকে নিয়ে সকল শিক্ষকদের ও কর্মচারীদের সামনে অশ্লিল/খারাপ ভাষায় গালাগালিজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে বিবাদী আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। বিবাদী বলে তোর চাকরী চলে যাবে আমার সহিত ঝামেলা করলে। তোকে যেখানে পাবো সেখানে গুন্ডা দিয়ে মেরে লাশ গুম করে ফেলবে বলে প্রান নাশের হুমুক দেয়। পরবর্তীতে শিক্ষকের ও কর্মচারীরা আগাইয়া আসিয়া উক্ত বিবাদীদের কবল থেকে আমাকে রক্ষা করে। বর্তমানে আমি বিবাদীর আক্রশে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।