

বাঘা প্রতিনিধি, রাজশাহী।
রাজশাহীর বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়নের খাদ্য গোডাউনে জানালা ভেংগে টিসিবির পণ্য চুরি।
বুধবার (৯ এপ্রিল) সকালে বাউসা ইউনিয়নের খাদ্য গোডাউনের তালা খুলে দেখা যায় রাতের অন্ধকারে টিসিবির পণ্য কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে।
টিসিবির বাউসা ইউনিয়নের ডিলার আবু তালেব জানান, গোডাউনে রাখা ৪৫৯ কেজি চিনি,৪২৫ কেজি ডাউল ও বোতল জাত ২ লিটার করে সোয়াবিন তেল ১৭৬ বোতল চুরি হয়েছে বলে জানান।
ইউনিয়ন পরিষদ পারাহারায় গ্রাম পুলিশ জামাল উদ্দিন বলেন, রাতে আমরা নিয়মিত পাহারা দিয়ে থাকি।কখন কিভাবে জানালা ভেংগে চুরি হয়েছে কিছুই জানি না।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,বাঘা থানাধীন বাউসা ইউনিয়নে টিসিবির পণ্য চুরির ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,বাউসা ইউনিয়নের টিসিবির খাদ্য পণ্য চুরির ঘটনা মৌখিত শুনেছি।সংশিষ্ট ঠিকাদারকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।