

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী নওহাটা পৌরসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায়
নওহাটা পৌরসভা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ শাহরিয়ার আহমেদ রাতুল এর উদ্যোগে পূর্ব পুঠিয়াপাড়া শাহে মদিনা হাফেজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানায় মাদ্রাসার ছাত্র ও এতিমদের নিয়ে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২৭শে মার্চ নওহাটা পৌরসভায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওহাটা পৌর বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওহাটা পৌর ছাত্রদলের সম্মানিত আহবায়ক মোঃসোহেল রহমান, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কাবির সজল, উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ আকাশ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আওয়াল,৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হাসান, প্রচার সম্পাদক সুজন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন টিটু, নওহাটা পৌর ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম আলী মুন্না, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা শিমুল,মিফতা,শাম্মিল,শুভ, সিয়াম, নিলয়, জিতু, ছাত্রনেতা আবির, রুবেল, মোশারফ সাব্বিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।