

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে ১৫ নং ওয়ার্ডে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আহসান বুলবুল। অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল।
এ আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে আগামী নির্বাচনে ১৫ নং ওয়ার্ড মনোনিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সভাপতি একে এম সারোয়ার জাহান পিন্স, গোলাম মোস্তফা, রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, সহকারী সাধারণ সম্পাদক বোয়ালিয়া মডেল থানা ও গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম, এবং এলাকার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
এ আয়োজনে এলাকার জনগণ মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনে এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।